গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের দুষ্কৃতিকারীরা
শিমুল পুকুরের জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করলে সেনাবাহিনীর টল টিম তা বন্ধ করে। পুকুরটির মৌজা পাল্টাপুর খতিয়ান নং ০১ দাগ ৪৭৭ পরিমাণ ০.৭২ একর। এর আগে পুকুরের লিজ গ্রহীতা চাড়ালডাঙ্গা গ্রামের খায়রুল ইসলাম শনিবার রাতে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেন এর পরিপ্রেক্ষিতে
রবিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি টহল টিম নিয়ে গোমস্তাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল চারালডাঙ্গা বাজারে উপস্থিত হন | সেখানো পুকুরের লিজ গ্রহীতা চাড়ালডাঙ্গা গ্রামের খায়রুল ইসলাম টহল টিম কে বিস্তারিত বর্ণনা দেন এবং রাধানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড নজরুল ইসলামকে সাত দিনের মধ্যে স্থানীয় ভাবে বসে পুকুরের সমস্যা সমাধান করার দায়িত্ব দিয়ে যান এরপরে যদি কেউ পুকুরে নামার চেষ্টা করে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারন।
মোঃ শাহিন
গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ
মোবাইল ঃ01309470013