শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত “রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে” -চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (পরিবার পরিকল্পনা)ও গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ.দা) জনাব মোঃ আবু মাসুদ খান এর সভাপতিত্বে মাসিক সভা শেষে অবসরপ্রাপ্ত কর্মচারিদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক
জনাব মোঃ সাদিকাতুল বারীর সঞ্চালনায়- বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব শুকলাল বৈদ্য, এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্মচারিদের বাকি জীবন যেন মানুষের কল্যাণে কাজ করেন, সেই আশাবাদ ব্যক্ত করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (সিসি ও ডিসট্রিক্ট কনসালটেন্ট) জনাব ডা.আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, তার বক্তব্যে তিনি বলেন – বর্তমান কর্মরত কর্মচারিদের মাঠ পর্যায়ে সেবা সমূহ বৃদ্ধি সহ বিভাগীয় কার্যক্রমে সচেষ্ট ভূমিকা পালন করতে জোর তাগিদ দেন।
উক্ত বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার জনাব ডা.মো. ইসহাক আলী আজাদ এবং সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা-জনাব সাখাওয়াত হোসেন, এ সময় তিনি স্বাগত বক্তব্য ও রাখেন। এছাড়াও জেলা অফিস সহকারি জনাব মোঃ কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন। ।
উক্ত বিদায় সংবর্ধণা অনুষ্ঠান টি প্রনবন্ত করার জন্য জনাব সভাপতি সাহেব- প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান টির সমাপ্তি ঘোষণা করেন।