চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার
চৌডালা ইউনিয়নে নিপীড়নবিরোধী শিক্ষার্থী ও জনতার ব্যানারে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ গড়তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।
সোমবার১০ মার্চ) সকালে চৌডালা ইউনিয়নের জোহুর আহমেদ মিঞা কলেজ থেকে বের হয়ে মিছিলটি মাদ্রাসা মোড়, চৌডালা বাজার, গুজের ঘাট দিয়ে কলেজে এসে শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরধী ছাত্র আন্দোল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক মহিদুর রহমান, আরিফুল ইসলাম, হাফেজ আসাদুল্লাহ, সিফাতুল্লাহ, মিলন ও আব্দুল্লাহেল সাদী সহ আরো অন্যরা।
এ সময় বক্তারা সরকারের নিকট অতি দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান এবং
ছয় মাস, তিন মাস নয় রমজানের মধ্যেই শিশু আছিয়ার উপর নিপীড়নকারী তার বোনের শ্বশুর, স্বামী, দেবর ও শাশুড়িকে বিচারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি ফাঁসি দেওয়া ও ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে জনসম্মুখে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত