চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৪৬তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ।
এই মহতী উদ্যোগে মাদ্রাসার ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: রুমন মাহমুদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাসেল আহমেদ এবং গোমস্তাপুর শাখার অর্থ সম্পাদক মো: আশাদুজ্জামান প্রাণ।
প্রতিষ্ঠাতা ইঞ্জি. রুমন মাহমুদ বলেন, “চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন শূন্য থেকে শুরু করে আজকে যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের সকল এডমিন, মডারেটর, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম, অর্থ ও মেধার মাধ্যমে। ইনশাআল্লাহ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমাদের এই ৪৬তম ক্যাম্পেইনটি শ্রমজীবী ভাই-বোনদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও দোয়া অবিরাম।”
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।