চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় আজ ৮টি ইউনিয়ন পরিষদের ৬জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ২জন ইউপি সচিবকে নিয়ে দিনব্যাপি গ্রাম আদালত অগ্রগতির বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নিশাত আনজুম অনন্যা এঁর সভাপত্বিতে উপজেলা সভাকক্ষে সকাল ৯.৩০ মিনিট হতে দিনব্যাপি এ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। দ্বি-মাসিক সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সেলিম উদ্দীন (ইএসডিও)। দ্বি-মাসিক সভায় গ্রাম আদালতের ক্ষমতা, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়া, নথি ব্যবস্থাপনা, ফাইলপত্র রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ও উপজেলার ইউনিয়ন ভিত্তিক অগ্রগতি মাল্টিমিডিয়ায় দেখানো হয়। পরিশেষে সভার সভাপতি ও প্রধান অতিথির সমাপনী বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার জনাব নিশাত আনজুম অনন্যা বলেন, পরবর্তীতে অগ্রগতি ধরে রাখতে করণীয়সহ গ্রাম আদালতের সার্বিক দিক নিয়ে সাফল্য কমনা করেন।