1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধা ও রংপুরে নতুন জেলাপ্রশাসক পদায়ন।

মোঃ মিজানুর রহমান মিলন জেলা প্রতিনিধি গাইবান্ধা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা ও রংপুরে নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধায় এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুরে জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদে বদলিপূর্বক পদায়ন করা হয়।

সোমবার (৯ই সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে গাইবান্ধা ও রংপুর-সহ ২৫টি জেলায় নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধায় নতুন জেলাপ্রশাসক হিসাবে পদায়নপ্রাপ্ত চৌধুরী মোয়াজ্জম আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা সুনামগঞ্জ। রংপুরে পদায়নপ্রাপ্ত আরেক জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা রাজশাহী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট