মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
৩০ এপ্রিল ভোর সাড়ে ৩ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার 5 নং বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৩ টার দিকে প্রথমেই মনজু মিয়া দোকানে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই বাজারের ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নেভানোর কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এসময় সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মন্জুর মুদি দোকান, জালাল ফার্মেসি ও সাইদুলের মুদি দোকান ভস্মীভূত হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, ভোর ৩:৪৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত