গাইবান্ধায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, গতকাল রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো গাইবান্ধাতেও কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা বের করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা জানান, দুপুরে কলেজ চত্বরে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা বের করে। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে ৬-৭ জন আহত হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত