1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

গাইবান্ধায় কিন্ডার গার্টেনে ভাংচুর । মোঃ মিজানুর রহমান মিলন

জেলা প্রতিনিধি গাইবান্ধা।
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার লেংগা বাজার আতশি কিন্ডার গার্টেনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে।
মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় দুজন শিক্ষক আহত হয়েছে। এছাড়াও স্কুলটির অফিস রুমের আসবারপত্র ভাংচুর
প্রয়োজনীয় কাগজপত্রও তছনছ করে নগদ অর্থ চুরিসহ বাউন্ডারি গাছপালা উপরে হয়।
উক্ত হামলার ঘটনায় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আতংকের সৃষ্টি হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আতশি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, মোছাঃ রাফিয়া আক্তারের সাথে অভিযুক্ত আব্দুল মান্নান মিয়ার সাথে দীর্ঘদিন থেকে শত্রুতা চলে আসছিল।
এরই সূত্র ধরে, মৌজা মালিবাড়ী গ্রামের মৃত মতলেব আলীর ছেলে আব্দুল মান্নান মিয়া ও তার সহযোগীরা সকলে স্কুলের পাঠদানের সময় হামলা, ভাংচুর চালায়।

এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা বলেন, দীর্ঘদিন থেকে আব্দুল মান্নান ও তার দুই ছেলে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি করবে মর্মে বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছিল। হঠাৎ কোন ইস্যু ছাড়াই আব্দুল মান্নান এবং তার দুই ছেলে মোঃ মাসুদ রানা ও মিলন মিয়া এবং আব্দুল মান্নানের সহযোগী লেংগা বাজার বিএস উচ্চ বিদ্যালয়ের পিয়ন খুশি মিয়াসহ কয়েকজন এই হামলা চালিয়ে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি করে। আমি এই হামলাকারীদের বিচার চাই।

এব্যাপারে লেংগা বাজার বিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার পিয়ন গিয়ে দেখে মারামারি শেষ। তবে তিনি ঘিরা (বেড়া) ভাংচুর কথা স্বিকার করেছেন।

এ বিষয়ে আব্দুল মান্নানকে ০১৬১০- ৭৩৭৪৫৯ ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট