1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

খেজুর গাছে বাবুই পাখির বাসা এখন বিলুপ্তির পথে। 

উপ-সম্পাদক তোতা মিয়া পঞ্চগড় 
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

খেজুর গাছে বাবুই পাখির বাসা সময়ের ব্যবধানে এখন বিলুপ্তির পথে, এক সময় গ্ৰাম কিংবা শহরে সবখানেই চোখে পড়তো বাবুই পাখির বাসা। কিন্তু সময়ের ব্যবধানে আজ তা বিলুপ্ত হয়ে গেছে, এক সময় দেবিগঞ্জ উপজেলার গ্রাম গঞ্জে দেখা মিলতো অসংখ্য খেজুর গাছ এখন আর তা নেই বললেই চলে। দেবীগঞ্জ উপজেলার রস ক্রয় করা খেজুর গাছির সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় তারা খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত থাকতো কিন্তু কালের পরিবর্তনে আজ আর সেই খেজুর গাছ চোখেই পড়ে না এমনটি জানান দেবীগঞ্জের খেজুরগাছি হেকমত আলী। তিনি আরো জানান আগে বাবুই পাখি খেজুর গাছে তাদের বাসা বোনতো কিন্তু এখন খেজুরের গাছ না থাকায় তারা বাসা বুনছে আখ ক্ষেতে। পূর্ব স্মৃতি ফিরে আনতে হলে সবাইকে খেজুর গাছ রোপন করতে হবে সেই সাথে তাল গাছে বাঁধ নয়। তালগাছ মানব জীবনে মহা উপকারী বর্ষাকালে বজ্রপাত ঠেকাতে সহযোগিতা করে তাল গাছ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট