1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্- জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ এর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি কিশোরগঞ্জ জজ কোর্ট, কনক অটো রাইছ মিলের মালিক শহিদ উদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, ও কুলিয়ারচর মিস্ত্রি শ্রমিক সংগঠনের সভাপতি মো. আলফাজ উদ্দিন প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত