“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১০মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কুলিয়ারচর এর বাস্তবায়নে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।
পৌরশহরের পূর্ব গাইলকাটা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. মাসুদ রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, কুলিয়ারচর থানার এসআই মোহাব্বাত, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পূর্ব গাইলকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আস্ আদুর রহমান কাসেমী (দা.বা.), উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের পরিচালক সলিল কান্তি রায়, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ রাজিব, আব্দুল হাসিব সহ আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পূর্ব গাইলকাটা মাদ্রাসা ও উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে পূর্ব গাইলকাটা ঈদগাহ মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা মহড়া প্রদর্শন করেন।