1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থ উৎসব পালিত ।

মোঃ পনির খন্দকার স্টাপঃ রিপোটার। ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের পরম আরাধ্য ব্যক্তিত্ব সাধু আন্তনির তীর্থ উৎসব পালিত হয়েছে।
৯দিন নভেনা প্রার্থনার পর শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে দুই দফায় খ্রিস্টযাগে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্তনির তীর্থ উৎসব। তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
সাধু আন্তনি অলৌকিক ক্ষমতার অধিকারী আধ্যাত্মিক পুরুষ ছিলেন। তিনি দুরারোগ্য ব্যাধিগ্রস্থকে ছুঁয়ে দিলে রোগী সুস্থ হয়ে উঠতো। সাধু আন্তনি ১১৯৫ খ্রিস্টাব্দে ইউরোপে (বর্তমান পর্তুগাল) জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন কাটে ইতালির পাদুয়ায়। সাধুর অনুসারীরা বিশ্বাস করেন তার সঙ্গে শিশু যিশুর সাক্ষাৎ ঘটেছিল। এর মধ্য দিয়ে সাধু আন্তনি অলৌকিক ক্ষমতা অর্জন করেন।
তার অনুসারীদের মতে, সাধু আন্তনির নাম মুখে নিলে অন্তরে ভক্তিভাবের জন্ম নেয়। হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করলে সুফল পাওয়া যায়। মাত্র ৩৯ বছর বয়সে ক্ষণজন্মা এ মহাপুরুষ ইহলোক ত্যাগ করেন। তাই ১৬৬৩ সাল থেকে প্রতি বছর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামে সাধু আন্তনির স্মরণে এ তীর্থ উৎসবে প্রচুর সংখ্যক খ্রিস্টভক্ত উপস্থিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট