1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

মোঃপনির খন্দকার। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া হুমায়ুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-এ-এলাহী, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম প্রমুখ।
অপরদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরিশেষে শহীদ বুদ্ধিজীবি সহ সকল শহীদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশন ও স্ব-স্ব ধর্মীয় উপাসনালয়ে প্রধানের উদ্যোগে উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট