গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মো. জাকির হোসেন কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি চৈতরপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
কোম্পানি ও দলীয় সূত্রে জানা গেছে, দেওপাড়া এলাকায় অবস্থিত প্রাণ-আরএফ গ্রুপের সেন্ট্রাল ভেহিকেল ওয়ার্কশপ থেকে মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি বোঝাই করে ওয়েস্টেজ মালামাল বের করা হচ্ছিল। সে সময় জাকির হোসেনের নেতৃত্বে তার দুই ভাই সোহরাব ও রাজিব এতে বাধা দেয়। একপর্যায়ে তারা গাড়িচালককে মারধর শুরু করে।
ওই সময় ওয়ার্কশপের দুইজন নিরাপত্তাকর্মী ও একজন জুনিয়র কর্মকর্তা চালককে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়।
পরবর্তীতে রাতে পৌর বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাকির হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে:
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ ও দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। দল তার কোনো অপকর্মের দায়ভার নেবে না। বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয়তাবাদী দল কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ হোসেন আরমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কালীগঞ্জ বিএনপি পৌর সাধারন সম্পাদক ইব্রাহিম প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোন সন্ত্রাস,চাঁদাবাজির স্থান নেই। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ থাকলে সে যেই হউক তাকে বহিষ্কার করা হবে।
কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে আটক করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত