1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে বন্ধন জেনারেল হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প।

মোঃ পনিন খন্দকার। স্টাফঃ রিপোটার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ পনিন খন্দকার।
স্টাফঃ রিপোটার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১ মে ২০২৪ বন্ধন জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়। বর্তমানে স্বাস্থ্য সেবায় বন্ধন জেনারেল হাসপাতাল আরও একধাপ এগিয়ে। হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উপজেলার জামালপুর বাজারে গত ১ মে ২০২৪ইং বন্ধন জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়। দীর্ঘ এক বছর হাসপাতালের চিকিৎসা সেবার মাধ্যমে স্থাণীয়দের প্রত্যাশা পূরণ করতে পারায় হাসপাতালের বর্ষপূর্তিতে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বন্ধন হাসপাতালের চেয়ারম্যান আবু সাঈদ মো. সালেহ ও ব্যাবস্থাপনা পরিচালক মো. মাছুম মিয়া। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হরমোন ও বক্ষব্যাধী রোগ বিশেষজ্ঞ, মেডিসিন গ্যাস্টো এন্টারোলজী ডা. জাহিদুর রহমান, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, চর্ম ও যৌন, ফ্যামিলি মেডিসিন ডা. নাঈম জাহাঙ্গীর (সবুজ) ও নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, মেডিসিন, গাইনি, প্রসূতি ডা. জেমিমা জেরিন (আখিঁ)। হাসপাতালে গিয়ে দেখা যায়, সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে বহু লোকজন ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন। রোগীদের সাখে কথা বলে জানা যায় তারা কোন রকম টাকা ছাড়া ফ্রীতে ভাল চিকিৎসা সেবা নিতে পেরে অনেক খুশি। হাসপাতালের সুন্দর পরিবেশ, বিশেষজ্ঞ ডাক্তার ও সুন্দর সেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
বন্ধন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু সাঈদ মো. সালেহ বলেন, এই হাসপাতালটির বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে স্থাণীয়দের দিনব্যাপী বিনামূল্যে প্রায় দেড়শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাথে হাসপাতালের একটি বিশেষজ্ঞ একটি ডায়াগনস্টিক টিমও কাজ করেছে। ভবিষ্যতে এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে আমরা বদ্ধ পরিকর। এ সময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত