গাজীপুরের কালীগঞ্জে দুইদিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। ‘ জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই ¯েøাগানকে সামনে রেখে কালীগঞ্জ কেন্দ্র্রীয় পাঠাগার প্রাঙ্গণে মেলা শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করেন।
১২ টি মাধ্যমিক বিদ্যালয় ৪ টি কলেজ, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনকল্পে জাতীয় মহিলা সংস্থারসহ মোট ১৮টি স্টল নিয়ে বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ মেলাটি উদ্বোধন করেন। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণদের নিয়ে ইউএনও প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি স্টলের ক্ষুদ্র উদ্ভাবকদের সাথে উদ্ভাবন নিয়ে কথা বলেন এবং তাদের কথা গুরুত্ব সহকারে তিনি শোনেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরে ই জান্নাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম.এ আকাশ প্রমুখ।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত