মোঃ পনির খন্দকারঃ
স্টাফঃ রিপোটার।
গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের আঘাতে ইসমাইল পালোয়ান (৪৬) নামে একজন খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ড দূর্বাটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার দূর্বাটি গ্রামের মৃত আলাল উদ্দিন পালোয়ানের পুত্র ইসমাইল পালোয়ানের সাথে প্রতিবেশী মৃত রুসন আলীর পুত্র বেলায়েত, গোলজার, তোফাজ্জল ও নবীল হোসেনের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দুপুর বারোটার দিকে বিরোধপূর্ণ জমিতে ইসমাইলের ছোট ভাই আল আমিন রোপনকৃত ধান কাটতে যায়।
এসময় তোফাজ্জলগং গিয়ে বাধা প্রদান ও আল আমিনকে মারধর করতে থাকে। খবর পেয়ে ইসমাইল ঘটনাস্থলে গেলে তোফাজ্জল, সুফল, নবীল, সাবিনা, শিরিন, মিতু তার উপর আক্রমন করে। এসময় তোফাজ্জলের হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় এবং নবীলের পুত্র সুফল স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় উপর্যুপরি আঘাত করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত আল আমিন ও স্থানীয়রা ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা নুসরাত তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আল আমিন জানায়, আমাদের জমিতে ধান কাটতে গেলে তোফাজ্জল বাধা দেয় ও আমাকে মারধর করে। এসময় আমার বড় ভাই ইসমাইল ঘটনাস্থলে এলে তোফাজ্জলদের হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানায়, ঘটনাস্থলের পাশেই আমি ধান সংগ্রহ করছিলাম। এসময় তোফাজ্জল ও তার ভাই ভাতিজারা এসে আল আমিন ও ইসমাইলের উপর হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এসময় তাদের এলোপাতারী আঘাতে ইসমাইল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।
পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন জানান, জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে জমি নিয়ে সালিসও হয়েছিল। ইসমাইলগং উক্ত জমিতে বাধাহীন ভাবে ধান রোপন করে। কিন্তু ধান কাটতে গেলে তোফাজ্জলরা ইসমাইলদের উপর হামলা করে। এতে ইসমাইল নিহত হয়। তোফাজ্জলদের যন্ত্রণায় এলাকার প্রতিটি মানুষ অতিষ্ট।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, জমি নিয়ে বিরোধে ইসমাইল পালোয়ান নামে একজন খুন হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা পক্রিয়াধীন আছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ছবির ক্যাপশন : নিহত ইসমাইল পালোয়ান
মোঃ পনির খন্দকার
স্টাফ রির্পোটার