গাজীপুরের কালীগঞ্জে মাছ ব্যবসায়ীকে বেগতিক মারধরের অভিযোগ উঠেছে। সোস্যাল মিডিয়াতে তার একটি ভিডিও ক্লিপ অডিও সংযুক্ত সহকারে ভাইরাল হয়। ঘটনাটি কালীগঞ্জ উপজেলার জামালপুর দালান বাজারের।
অভিযোগ উঠে ৩০ হাজার টাকা চাঁদা দিয়েও রক্ষা পেলেন না মাছ ব্যবসায়ী এনামুল মোড়ল। স্থানীয় দুর্বৃত্তরা এনামুল মোড়লকে রোববার সকালে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দালান বাজারে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন এনামুল মোড়ল। সম্প্রতি স্থানীয় কিছু চাঁদাবাজ তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করে। এনামুল ৩০ হাজার টাকা দিলেও তারা আরও টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোর পূবর্ক তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। চলে দিনভর নির্যাতন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত কোন স্থানে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে পেটানো হয়। মারধরের একপর্যায়ে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এতে চরম আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসী।
এনামুল মোড়লকে মারধরের সময়কার ভয়েস রেকর্ড ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে চাঁদাবাজদের কথোপকথন ও নির্যাতনের শব্দ স্পষ্ট শোনা যায়।
এনামুল মোড়লের সাথে যোগাযোগ করতে গেলে ফোন ধরেন তার খালাতবোন। তিনি বলেন, এনামুল মোরলের অবস্থা ভালো না। গাজীপুর থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হচ্ছে।
তবে এখনো ভুক্তভোগীরা আনুষ্ঠানিক অভিযোগ না করায় অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোঃ আলাউদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ভিক্টিম রাসেল শেখকে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং- ২৬, ধারা ১৪৩/৪৪৭/১৮৬/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড ১৬০।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত