মোঃ পনির খন্দকার।
স্টাফঃরিপোটার।
গাজীপুরের কালীগঞ্জে মরহুম কবির উদ্দিন আকন্দ (কবির মাষ্টার) স্মৃতি ফ্রিজ কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নাধীন রাথুরা বড়মাঠ প্রাঙ্গণে মরহুম কবির উদ্দিন আকন্দ স্মৃতি ফ্রিজ কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রণকারী দল রাথুরা দর্জিবাড়ী একাদশ বনাম গলান একাদশ। উক্ত খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম ও নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান আকন্দ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন নাসিম এর সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হান্নান মোল্লা, জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মো. সিরাজ মৃধা, জেলা যুবদলের সাবেক সদস্য মো. মনিরুজ্জামান আকন্দ মানিক।
ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. রাসেল মৃধা ও যুবদল নেতা মো. জুয়েল আকন্দ এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মাসুম প্রমূখ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. সাইফুদ্দিন আকন্দ রাজন ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আরিফ খান জয়। সার্বিক সহযোগীতায় ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আফসার উদ্দিন আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী হোসেন আকন্দ। এ সময় স্থাণীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। রাথুরা দর্জিবাড়ী একাদশ প্রথমে ব্যাটিং করে ১৪ ওভারে ২৭৪ রানে অলআউট হয়। পরবর্তীতে গলান একাদশ ২৭৪ রানের টার্গেট নিয়ে ১৩ ওভার ৩ বলে ৫ উইকেটে জয়লাভ করে। পরে প্রধান অতিথি নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার গলান একাদশকে বিজয়ী পুরস্কার তুলে দেন।