গাজীপুরের কালীগঞ্জে এসএফ টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার ৪ ঘ বিকেল ৪ ঘটিকায় কালীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে এসএফ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসএফ টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো.মুক্তাদির হোসেনের সঞ্চালনায় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আল-আমিন দেওয়ান আল-আবিদী, সাবেক সহ-সাধারন সম্পাদক আহাম্মদ আলী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মু.শফিকুল কবীর, অর্থবিষয়ক সম্পাদক মো.মনজুর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মো.পনির খন্দকার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.শাওনেওয়াজ, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো.সোহরাব হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য আলমগীর মোল্লা, সাংবাদিক মোস্তফা সিকদার, ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন খোকন, ইউসুফ আলী, মো.বাদল মিয়া, ব্যবসায়ী সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।
পরে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত