আসুন মাদককে না বলি, মাদক মুক্ত কালীগঞ্জ গড়ি। মাদকের ভয়াল থাবা থেকে কালীগঞ্জের যুব সমাজকে মুক্ত করতে মাদক বিরোধী অভিযানে গাজীপুরের কালীগঞ্জ আরএফএল ফ্যাক্টরীর পশ্চিম পার্শ্ব থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ মাদক বেচাকেনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মূলগাঁও আরএফএল ফ্যাক্টরীর পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড মূলগাঁও গ্রামের দিলীপ বর্মনের ছেলে তপু বর্মনকে (৩০) তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০(ক) ধারায় ২২(১১)২৪ নং মামলা করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদক বিরোধী অভিযানে তপু বর্মনকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০(ক) ধারায় মামলা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত