রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার নয়টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে পৌর বিএনপি’র আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাবেক কালকিনি পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাহেদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি,যুগ্ম সাধারন সম্পাদক নুরে আলম সান্টু,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম হাওলাদার,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মামুন শিকদার,উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা,পৌর যুবদল নেতা কাউসার হোসেন নান্না,পৌর যুবদল নেতা এইচ এম তুহিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নাজমুল হোসেন,ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস,কালকিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব বেপারী, সাবেক পৌর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস খান,পৌর সেচ্ছাসেবক দল নেতা সজল মুন্সী,কালকিনি উপজেলা তরুণ দলের সভাপতি আল-আমিন মোল্লা সহ উপজেলা এবং পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।