1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

কর্ণফুলীর ‘আকাশ বিরিয়ানি কিং’ গ্রেফতার, পরিবার বলছে পূর্বপরিকল্পিত

চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের কর্ণফুলীতে ভাইরাল হওয়া ‘আকাশ বিরিয়ানি হাউজ’-এর মালিক মো. এনাম হোসেন ওরফে আকাশ (২৫) গ্রেফতার হয়েছেন।

বুধবার (২১ মে) সকালে কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, আকাশকে নাশকতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার বাসিন্দা আকাশ কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড়ে ‘আকাশ বিরিয়ানি হাউজ’ নামে একটি দোকান চালাতেন, যা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তবে আকাশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এই গ্রেফতার পূর্বপরিকল্পিত এবং প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের ইন্ধনে ঘটনাটি ঘটেছে। তাদের অভিযোগ, আকাশের সফল ব্যবসায় ঈর্ষান্বিত একটি মহল প্রতিযোগিতায় টিকতে না পেরে পুলিশকে ব্যবহার করেছে।

বিভিন্ন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীর মতে, আকাশের বিরিয়ানি দোকানটি কর্ণফুলীতে একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছিল। পুলিশ বলছে, গ্রেফতার একটি চলমান মামলার আওতায় হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট