মোঃফয়সাল হোসেন কয়রা খুলনা জেলা প্রতিনিধি :-
খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার মালিকের নিকট থেকে ৩৫০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১মে) দুপুর ২ টায় কয়রা উপজেলার কপোতাক্ষ নদের খুঁটিকাটা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযানে বালু উত্তোলনের সরঞ্জামসহ মদিনাবাদ গ্রামের ইউনুস গাজীর ছেলে লিটন গাজী ও মৃত সোহরাব সানার ছেলে আরাফাত হোসেন আটক হন।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদী থেকে গোবরা গ্রামের খুঁটিকাটা নামক স্থান থেকে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে গোবরা গ্রামে উপস্থিত হলে ড্রেজার মালিকরা ইউএনও উপস্থিতি জানতে পেরে বাল্কহেড সহ সরঞ্জামাদি নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন। পরবর্তীতে নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের অনুমতি নেই। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এধরনের অভিযান চলমান থাকবে
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত