কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকায় একটি বাঁশ বাগানের ভিতর থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কচাকাটায় অভিযানে চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে জেলা পুলিশ কুড়িগ্রাম সর্বদা সচেষ্ট।একটি সমৃদ্ধময় কুড়িগ্রাম গঠনে সকলের সহযোগিতা আমাদের কাম্য।