একুশ শতকের অঙ্গীকার, পুলিশ হবে জনতার,শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বিশ্বদেব রায়ের নেতৃত্বে কচাকাটা থানার সকল সদস্য ব্রত।যার ধারাবাহিকতায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২ এপ্রিল ২০২৪ রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহিদুল ইসলাম (৪২)’কে ৬৬ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।আটকের সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন,মদ,জুয়া, চোরাকারবারী, সমাজের শান্তি নষ্ট করে এমন সব কাজের বিরুদ্ধে কচাকাটা থানার সকল পুলিশ সদস্য সজাগ,যেখানে অপরাধ সেখানেই পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ