বরগুনার আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ নেয়ামত উল্লাহ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
৯ই জুলাই বিকেল চারটায় উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন নুরুল ইসলামের চায়ের দোকানের সামনের রাস্তার উপর থেকে বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ইমাম হোসেন সোহাগ, এএসআই মোঃ রুবেল হাওলাদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নেয়ামত উল্লাহকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী নেয়ামত উল্লাহ আড়পাংগাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়াতলী গ্রামের আবুল হাওলাদার এর ছেলে।
এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী নেয়ামত উল্লাহ দীর্ঘদিন মাদক ব্যবসা করতো। আজ বিকেলে তাকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত