চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ অর্থসহ দুই সহোদর মোঃ আবদুল্লাহ আল নোমান (২৫) ও মোঃ আবু হানিফ (২২) কে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২ লাখেরও বেশি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ দল বুধবার (৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মাদক পাচারকারীদের একটি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন স্থানীয় বাসিন্দা মোঃ আবদুল্লাহ আল নোমান (২৫) এবং মোঃ আবু হানিফ (২২) আপন দুই ভাই।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মাদকদ্রব্যের কারণে এলাকার যুব সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত