অদ্য ১৬/০৪/১০২৫ ইং বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার আনসার ভিডিপি প্রশিক্ষিকা আনোয়ারা বেগমের অবসরজনিত বিদায় অনুষ্ঠান উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। আনোয়ারা বেগম দীর্ঘ কর্ম জীবনে তার সহকর্মী এবং অধীনস্থ সকল সদস্য সদস্যদের সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন।তার ব্যবহারে সকলেই মুগ্ধ ছিলেন। আজকের এই বিদায় বেলায় সহকর্মী এবং অধীনস্থ সকল সদস্যদের চোখের পানিই তার উজ্জ্বল দৃষ্টান্ত।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদায়ী প্রশিক্ষিকা আনোয়ারা বেগম, সভাপতিত্ব করেন উপজেলা কর্মকর্তা আঙ্গুরা বেগম,সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ হিরু। বক্তব্য রাখেন-লামা পৌরসভা ৪ নং ওয়ার্ড দলনেত্রী মরিয়ম বেগম, আনসার কমান্ডার মোঃ রুবেল, হিল ভিডিপি উপজেলা সদর প্লাটুন লিডার ময়নুল, আজিজ নগর ইউনিয়ন দলনেতা রফিক আহমেদ চৌধুরী,সরই ইউনিয়ন দলনেতা মোঃ হালিম,রোয়াংছড়ি উপজেলা প্রশিক্ষিকা সুলতানা বেগম, চকরিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগম, এবং আলোচনা অনুষ্ঠানের সভাপতি আঙ্গুরা বেগম। বক্তাগণ বিদায়ী উপজেলা প্রশিক্ষিকা আনোয়ারা বেগমের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রশংসা করেন এবং অবসর জীবনের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন। বিদায়ী প্রশিক্ষিকা আনোয়ারা বেগম সকলের কাছে দোয়া চান এবং কর্মকালীন সময়ের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। শুরুতে সোনার আংটি পরিয়ে দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম। অতঃপর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা কর্মকর্তা আঙ্গুরা বেগম এবং উপজেলা প্রশিক্ষক মোঃ হিরু। গজালিয়া ইউনিয়ন হিল ভিডিপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন পিসি হাফিজুল এবং এপিসি রফিক। আজিজ নগর ইউনিয়ন হিল ভিডিপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন পিসি মোঃ জাবের আলী। ইউনিয়ন দলনেতা জননেত্রী এবং আনসার কমান্ডার সকলে মিলে ক্রেস্ট প্রদান করেন। উপজেলার প্রত্যেক প্লাটুন লিডার উপহার সামগ্রী প্রদান করেন। সবশেষে মনোরম পরিবেশে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।