বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক (৫৬) আর নেই (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। শনিবার বেলা ১১ টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার ডহরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএরপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আদমদীঘি কমিটির সভাপতি আতাউর রহমান, সান্তাহার পৌরবিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমূখ।