1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

আদমদীঘিতে প্রধান শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন না মঞ্জুর; বগুড়া কারাগারে প্রেরণ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ 
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের  কৈকুড়ী রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে মারপিটে আহত করা সেই ছাত্র হৃদয়ের জামিন না মঞ্জুর করেছে বগুড়া আদালত। তবে তার মা, বাবা ও ফুপুর জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে জামিনের জন্য আবেদন করলে তিন জনের জামিন মঞ্জুর হলেও দশম শ্রেণীর ছাত্র হৃদয়ের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর প্রধান শিক্ষকের স্ত্রী আম্বিয়া আক্তার বাদী হয়ে হৃদয়, তার বাবা মোস্তাফিজুর রহমান, মা বিজলী বানু ও ফুপু দুলালী খাতুনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীদের প্রেপ্তার করতে একাধিক স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তারা পালিয়ে বেড়ানোয় ধরা সম্ভব হচ্ছিলো না। অবশেষে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে জামিনের জন্য আবেদন করলে তিন জনের জামিন মঞ্জুর হলেও দশম শ্রেণীর ছাত্র হৃদয়ের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট