1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে নাশকতার ২টি মামলায় সান্তাহার পৌর সভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে (৫৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার জার্জিস আলম রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার সন্ধ্যায় সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও  অগ্নিসংযোগের ঘটনায় ১টি  মামলা এবং ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০ টায় সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়। এই দুইটি মামলায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট