আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রামের শাহাদত হোসেন কলম (৩২), দূর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা (২২) নশরতপুর ইউপির বিনাহালির মামুন হোসেন (২৪), বিনসারার আবু তালেব (৩৬), সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার জাভেদ (৩৫), চা-বাগানের রাজু (২৪) রথবাড়ির ফারুক (২৫), আদমদীঘি সদর ইউপির কুসুম্বি গ্রামের ফেরদৌস (৩৫) ও সান্তাহার ইউপির কাশিমিলা গ্রামের আব্দুর রহমান (২৮)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, থানায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।