আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকেলে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন তালোড়া ক্রিকেট একাডেমি বনাম শাওইল ক্রিকেট একাদশ। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রদল নেতা নাইমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন, মিলন হোসেন, শাহাজাহান আলী, এমরান হোসেন, যুবদল নেতা নজরুল হোসেন, কৃষক দলের নেতা শফিকুল ইসলাম, আব্দুল জলিল, যুবদল নেতা লিটন বিশ্বাস, শাহিন হোসেন, মুরাদ হোসেন, রাশেদ শেখ, সান্তাহার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, তোহা আরাফাত প্রমুখ। আলোচনা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল তালোড়া ক্রিকেট একাডেমির সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি মাহফুজুল হক টিকন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত