যারা ক্ষমতার প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তাদেরই একজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস। পরে হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব (পিএস)। এরই মধ্যে তিনি পেয়ে যান ‘আলাদিনের চেরাগ’। প্রভাব খাটিয়ে চাকরি দেন ২৫ আত্মীয়কে। নিয়োগ-বাণিজ্য, জমি দখল, লুটপাট, প্রকল্পের নামে আত্মসাৎ করে গড়েছেন শতকোটি টাকার সম্পদ। নিজ উপজেলা ও রাজধানীতে কিনেছেন জমি ও ফ্ল্যাট। তার প্রভাবে ভাই হয়েছেন ইউপি চেয়ারম্যান। তিনিও কামিয়েছেন কোটি কোটি টাকা। বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের কৃষক আব্দুল আওয়াল বিশ্বাস ও শামসুন্নাহার দম্পতির ছেলে হারুন বিশ্বাস। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও পদে থেকে তিনি নিজ উপজেলা এবং রাজধানীতে গড়েছেন অঢেল সম্পদ। এমনকি তিনি টানা দুবার আওয়ামী লীগের টিকিটে ভোটারবিহীন নির্বাচনে বড় ভাই মন্টু বিশ্বাসকে ইউপি চেয়ারম্যান বানিয়েছেন। তার ভাই মন্টু বিশ্বাসের নির্বাচনে বিরোধিতা করায় ইউসুফ ইঞ্জিনিয়ার নামে একজনকে জেলহাজতে নিয়ে নির্যাতন করেন হারুনরা। কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য শামিম জানান, ছোট ভাইয়ের প্রভাবে ভিন্ন রাজনৈতিক মতের মানুষদের ওপর জুলুম-নির্যাতন, দখল-লুটপাট চালিয়ে নামে-বেনামে সম্পদ গড়েছেন ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাস। সরকারি বরাদ্দের সঠিক বণ্টন এবং উন্নয়ন না করে করেছেন লুটপাট। সরকারি খাল দখল করে ১৫ একর জমির ওপর বানিয়েছেন মাছের ঘের। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর হারুন বিশ্বাস ও তার ভাই মন্টু বিশ্বাসকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন গ্রামের মানুষ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত